ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
কক্সবাজারের চকরিয়ায় সাহারবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আজিজুল হাকিম (সোনামিয়া) ও তার ছেলে রহমতউল্লার বিরুদ্ধে করা মামলা প্রত্যহারের দাবিতে জানিয়েছে এলাকাবাসী। রোববার বিকালে সাহারবিল রামপুর ষ্টেশন চত্বরে শত শত এলাকাবাসী মানববন্ধন করে এ দাবি জানান।
মানববন্ধনে বক্তরা সাহারবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম সোনামিয়ার পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বলেন, সোনামিয়া একজন সজ্জন ও এই অঞ্চলের জনপ্রিয় ব্যক্তি। তাকে জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসানো হয়েছে।
গ্রেফতার হওয়া মেম্বার ও তার ছেলেকে আইনি প্রক্রিয়ায় মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মাহমুদুল হক, মৌলভী রেজাউল করিম, জুবায়ের, জাফর আলম, মামুনুল হক ও শরিয়ত উল্লাহ প্রমুখ। এছাড়া সাহারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার রাতে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সোনা মিয়া মেম্বার ও তার ছেলে রহমতুল্লাহকে আটক করা হয়। পরে ইউপি সদস্য সোনা মিয়ার ঘর থেকে দেশীয় অস্ত্র পাওয়ায় অস্ত্র আইনে গ্রেফতার দেখিয়ে শনিবার তাদের কারাগারে পাঠানো হয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments