× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারপিট

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বাবুল আহমেদ নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ৩নং সেক্টরের আলমপুড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার সকালে ব্যবসায়ী বাবুল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ব্যবসায়ী বাবুল আহমেদ জানান, তিনি রেন্টকারে গাড়ির ব্যবসা করেন। উপজেলার বীর হাঁটাবো এলাকার বীর হাঁটাবো মৌজা তাদের ১ বিঘা জমি রয়েছে। সেই জমি তিনি বিক্রি করার ঘোষণা দেন। একই এলাকার মো. আকবর, সাত্তার, আল-আমিন স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা বাবুলের জমি বিক্রি জানতে পেরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বাবুল আহমেদ তাদের চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। গত মঙ্গলবার রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ৩নং সেক্টরের আলমপুড়া থেকে কাঞ্চন নিজ বাড়িতে ফেরার পথে মো. আকবর, সাত্তার, আল-আমিনসহ কয়েকজন মিলে বাবুলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চাঁদাবাজরা তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর জখম করে। বাবুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments