ঈশ্বরদীতে ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটিতে ঠাঁই পেলেন যারা
প্রায় দুই যুগ পর ঈশ্বরদী উপজেলার পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ১২ এপ্রিল দুপুরে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রকি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি সমূহঃ
১। মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল হক শরীফ, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব আলী আকবর।
২। দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকি, সিনিয়র যুগ্ম আহবায়ক দুলাল মন্ডল এবং সদস্য সচিব বিপুল মোল্লা।
৩। সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা (সুমন মালিথা) ও সদস্য সচিব মশিউর রহমান রতন।
৪। সাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক এ্যাডভোকেট জিয়াউর রহমান মনিরুল ও সদস্য সচিব মেহেদি হাসান নিশান।
৪। লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামাল আক্তারুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা ও সদস্য সচিব সাহাবুল হক বিশ্বাস।
পাঁচ ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটিকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে সকল ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিদের্শ দেয়া হয়।
No comments