× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে প্রাণ গেল দুই ভাইয়ের

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে চলন্ত সি‌লিং ফ্যান প‌ড়ে দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন তা‌দের মা। রোববার (২৪ এ‌প্রিল) দুপু‌রে উপ‌জেলার পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহতরা হলো- সা‌জিম (০৬) ও তার ভাই সা‌নি (৪ মাস)। তারা উপ‌জেলার নিকরাইল ইউ‌নিয়‌নের ১ নং পুনর্বাসন এলাকার ভ্যানচালক ইউসুফের ছে‌লে। ওই শিশুর মা‌ সাহিদা বেগমকে উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফ‌রিদুল ইসলাম ব‌লেন, দুই শিশু নিহত হওয়ার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে যা‌চ্ছে। কীভা‌বে ঘটনা ঘ‌টেছে সেটা জানা যায়‌নি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments