× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান : টিউশন ফি নির্ধারণ করবে সরকার

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালার খসড়া নিয়ে গতকাল সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি বিদ্যালয়) ও নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ফৌজিয়া জাফরিন বলেন, বেসরকারি এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে কত টাকা টিউশন ফি নেয়া যাবে তা এই নীতিমালার মাধ্যমে ঠিক করে দেয়া হবে। নীতিমালা জারির পর কেউ সেটি অমান্য করলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন, পাঠদান স্বীকৃতি ও এমপিভুক্তি বাতিলের বিধান থাকবে নীতিমালায়। কবে নাগাদ এ নীতিমালা বাস্তবায়ন হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি আগামী বছর থেকে এটির বাস্তবায়ন শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফরম পূরণ ফিসহ যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে এ নীতিমালা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, নীতিমালা বাস্তবায়ন হলে নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশনসহ সব ধরনের ফি আদায় করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কোনোভাবেই নগদ অর্থ আদায় করতে পারবে না। আদায়কৃত অর্থ সাধারণ তহবিলে জমা রাখতে হবে। আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা নিশ্চিতে প্রতি বছর প্রতিষ্ঠানের অডিট বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments