× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মৃত গরুর মাংশ বিক্রির অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে মৃত গরু জবাই করে মাংশ বিক্রির অভিযোগ ওঠেছে এক খামারির বিরুদ্ধে। শনিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। খামারির মালিক ওই এলাকার সানাইল গ্রামের আমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৫৫)। জানা গেছে, উপজেলার সানাইল গ্রামের নাসির উদ্দিন তার নিজস্ব খামারে গরু মোটাতাজা করে আসছিলেন। এর মধ্যে হঠাৎ ওই খামারে পাঁচটি গরুর অসুস্থ হয়ে মারা যায়। মৃত গরুর মধ্যে থেকে দুটি গরু জবাই করে নাসির ও তার ভাই মোফাজ্জেল হোসেন মাংশ বিক্রি করতে নেন পাশের চারাভাঙ্গা বাজারে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানা পুলিশ খবর দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাংশ বিক্রেতা ঘটনাস্থল ত্যাগ করেন। বাকি তিনটি মৃত গরু জবাই করা অবস্থায় খামারে আছে বলে জানা যায়। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ সদস্যরা বিষয়টি ইউএনওকে অবগত করেছে। উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ বলেন, স্থানীয়দের সামনে মাংশগুলো পুতিয়ে ফেলা হয়েছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments