× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



হারিয়ে যাওয়া বোনকে ২২ বছর পর খুঁজে পেলেন ভাই

২২ বছর আগে হারিয়ে যান আছিয়া খাতুন (৩৬)। তাকে অনেক খুঁজেছেন ভাই মো. শহীদ উল্যাহ। কিন্তু পাননি। শেষপর্যন্ত বোন ‘মারা গেছে’ এই ধারণা নিয়ে ২২টি বছর কেটে যায় ভাইয়ের। অবশেষে র‌্যাবের সাহায্যে হারানো বোনকে খুঁজে পেলেন শহীদ উল্যাহ। সেই আনন্দে কেঁদে ফেলেন তিনি। সোমবার (৪ এপ্রিল) রাতে সোনাপুর এলাকা থেকে হারানো বোনকে উদ্ধার করে ভাইয়ের হাতে তুলে দেয় র‌্যাব। আছিয়া খাতুন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচানপুর গ্রামের মৃত মো. ওমর আলীর মেয়ে। র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, শহীদ উল্যাহর বোন ২২ বছর আগে হারিয়ে যান। এ ব্যাপারে তিনি ২ এপ্রিল সুধারাম থানায় সাধারণ ডায়েরি (নম্বর-৭২) করেন। পরে সোমবার (৪ এপ্রিল) র‌্যাব তার কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে রাত ১১টায় সোনাপুর এলাকা থেকে হারানো বোনকে উদ্ধার করে শহিদ উল্যাহর কাছে হস্তান্তর করে। উদ্ধার হওয়া আছিয়া খাতুন জানান, ২০০০ সালে পথ হারিয়ে বাড়ির ঠিকানা ভুলে যান তিনি। পরে ঠিকানা বলতে না পারায় আর বাড়ি যেতে পারেননি। এরপর এক ব্যক্তির মাধ্যমে রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালীতে গৃহপরিচারিকার কাজ নিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। ভাই মো. শহীদ উল্যাহ বলেন, ‘আমি মনে করেছিলাম আমার বোন মারা গেছে, অথবা পাচারকারী লোকজন পাচার করে দিয়েছে।’
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments