× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে খুন করল স্ত্রী

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে সৈয়দুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রোহিঙ্গা নারী সাজিদা বেগম আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএন এন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) তার স্বামী মো. সৈয়দুর রহমানকে (৩২), পিতা হামিদুর রহমান, ব্লক-সি/২, এফসিএন-২৪৪২৮৫, ক্যাম্প ২২ (উনচিপ্রাং), ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের রোহিঙ্গারা তাৎক্ষণিক ভিকটিমকে ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটক রোহিঙ্গা নারীকে স্বামী হত্যার দায়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের পর জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনে করা হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments