× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ইয়াবাসহ গ্রেফতার ১

পাবনায় প্রায় ২ হাজার পিচ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় সাঁথিয়া থেকে মো. মেহেদী হাসান রকি (২০) কে ১ হাজার ৯০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মো. মেহেদী হাসান রকি জেলার সাঁথিয়াা থানাধীন সেলুন্দা সরদার পাড়া এলাকার মো. ছক্কু সরদারের ছেলে। জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, পাবনা জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ১৯০০ পিচ এমফেটাম্ন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি অভিযানিক দল গতকাল ০২ এপ্রিল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন সেলুন্দা মধ্যেপাড়া এলাকার মোছাঃ মমতা খাতুন (৪৪) পিতা-মৃতঃ মুনতাজ এর বসত বাড়ীর পিছনে সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ১,৯০০ (এক হাজার নয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। আসামীর বিরুদ্বে পাবনা সাঁথিয়া থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments