× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সরকারি ১৯২ বস্তা চাল জব্দ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ১৯২ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সরকারি মালামাল আত্মসাৎ ও গুদামজাত করার অভিযোগে ওএমএসের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদকসহ দুইজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার আট নং ওয়ার্ডের অধিন কুসুমদি মহল্লায় ওএমএসের ডিলার রেজাউল করিমের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। রেজাউল করিম আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক। আলফাডাঙ্গা পুলিশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সোমবার বিকেল ৪টার দিকে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান। লিখিত বক্তব্যে তিনি জানান, পৌরসভার আট নম্বর ওয়াডের অধিন কুসুমদির বাসিন্দা মো. রেজাউল করিম ওএমএস ডিলার। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে রেজাউল করিমের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ১২০ বস্তা চালভর্তি একটি ট্রাক লোড অবস্থায় জব্দ করা হয়। পরে পাশের একটি দোচালা টিনের ঘরের ভেতর থেকে আরও ৭০ বস্তা চাল জব্দ করা হয়েছে। চালের বস্তাগুলোতে সরকারি খাদ্য গুদামের সিল ছিল। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। খোলাবাজারে জব্দ করা এ চালের মূল্য আনুমানিক দুই লাখ তের হাজার টাকা । তিনি আরও বলেন, এ ঘটনায় ওমএমএসের ডিলার মো. রেজাউল করিম (৪৫) ও ট্রাক চালক মো. রিপনের (২৭) বিরুদ্ধে মামলা হয়েছে। তবে তারা দুজন পলাতক থাকায় তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে ওসি ওয়াহিদুজ্জামান বলেন, আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস বাদী হয়ে আজ সোমবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ঠ অপরাধীদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments