নিখোঁজের দেড় মাস পর ভাইয়ের কঙ্কাল শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দেড় মাস পর খোকন মিয়া (৪২) নামে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা এলাকার একটি পুকুরের পাড় থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
খোকন মিয়া একই ইউনিয়নে বাসুদেব গ্রামের পশ্চিমপাড়ার মৃত ওহিল মিয়ার ছেলে। তিনি ২৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খোকন মাজারভক্ত ছিলেন। তিনি স্থানীয় সৈয়দ রফিক শাহ ভান্ডারী মাজারে বেশিরভাগ সময় কাটাতেন। ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। রোববার এলাকার একটি পুকুরের পূর্বপাশে একটি কঙ্কাল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
কঙ্কালের খবর পেয়ে খোকনের ছোটভাই বশির আহমেদসহ পরিবারের লোকজন দেখতে আসেন। পাশে পড়ে থাকা লুঙ্গি ও জুতা দেখে তার ছোটভাই বশির আহমেদ কঙ্কালটি খোকনের বলে শনাক্ত করেন।
খোকনের ছোটভাই বশির আহমেদ বলেন, আমার ভাই লুঙ্গি ও জুতা পরে বের হয়ে গিয়েছিলেন। সেটা দেখে চিনতে পেরেছি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিয়ে করেননি, মাজারভক্ত হওয়ায় বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জাগো নিউজকে জানান, খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত করেছে তার পরিবার।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments