অবৈধ পলিথিন কারখানায় অভিযান, আটক ১
পাবনার ঈশ্বরদী পৌরসভায় অবৈধ পলিথিন কারখানা থেকে বিপুল পরিমান পলিথিন তৈরীর কাঁচামালসহ পলিথিন তৈরীর সরঞ্জাম ও কারখানার মালিক শিপন আলী মালিথা (৩৫) কে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়েছে।
আটককৃত অবৈধ পলিথিন কারখানার মালিক শিপন ঈশ্বরদী শৈলপাড়া এলাকার নওফেল মালিথার ছেলে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments