যে কারণে ঘুসিতে যুবক নিহত
কক্সবাজারের চকরিয়ায় সামান্য তর্কাতর্কির জেরে প্রতিপক্ষের ঘুসিতে মো. ইউনুছ (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মইক্কাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউনুছ ওই এলাকার মোহাম্মদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ।
স্থানীয় লোকজন জানান, এদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হারবাং ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মইক্কাঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ, একই এলাকার নুরনব্বী ও জাকিরসহ আরও কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়।
তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল ও ঘুসিতে মো. ইউনুছ ঘটনাস্থলেই মারা যান।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ যুগান্তরকে বলেন, মারামারির ঘটনা শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং ইউনুছ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সামান্য কথাকাটাকাটির জের ধরে এই নিহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments