× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে বজ্রপাতে তোজাম হোসেন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোজাম হোসেন শেখ চরগড়গড়ি গ্রামের আলহাজ্ব মোড় এলাকার মছো হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন। উপজেলার সাহাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মিলন হোসেন বজ্রপাতে তোজাম হোসেন শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চরগড়গড়ি গ্রামের আব্দুল মান্নান জানান, শুক্রবার (১৩ মে) বিকেলের পর বৃষ্টি দেখে করলা ক্ষেতে সার দিতে যান হোসেন।সন্ধ্যায় বজ্রপাত হলে হোসেনের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments