ঈশ্বরদীতে হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ
ঈশ্বরদীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মে) বিকেলে সেলাই মেশিন বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষযক উপ-কমিটির সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র সাকিবুর রহমান শরীফ কনক।
দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার দরিদ্র পরিবারের মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় কনক শরীফ বলেন,‘ মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দিক্ষিত আমার প্রয়াত পিতাও ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতেন। আমিও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য দরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করছি। এতে ওনারা স্বাবলম্বী হয়ে ভাগ্য পরিবর্তন করবেন বলে আশা করি।’
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments