× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে-নুরুজ্জামান বিশ্বাস এমপি

বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলে জানান পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। ১৬ মে (সোমবার ) ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার যোগাযোগ ও শিক্ষাকে গুরুত্বসহকারে বিবেচনা করছে। এই দুই সেক্টরের কাজে সকলকে দায়িত্বশীল হতে হবে। সকালে মুলাডুলিতে নতুন রাস্তার নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে দাশুড়িয়া জিসিএম সড়ক হতে লক্ষীকুলা জিসিএম পর্যন্ত ৭০০-২০৫০ মিটার পর্যন্ত এই রাস্তা নির্মাণ করা হবে। এসময় এমপি বিশ্বাস বলেন, জরুরিভাবে মুলাডুলি ইউনিয়নের সকল রাস্তা উন্নয়ন করা হবে। দ্রততম সময়ের মধ্যে সকল রাস্তার উন্নয়ন কাজ শেষ করার জন্য তিনি ঠিকাদারকে নির্দেশ দেন। এসময় উপজেলা প্রকৌশলী এনামূল কবীর, উপজেলার ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, বিশিষ্ঠ ব্যবসায়ী কোরবান মালিথাসহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। একই দিনে ঈশ্বরদী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন, ত্রিতল ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার টি আই রাহসিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুর রহিম মালিথার ভ্রাতা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, শিক্ষা অফিসার সেলিম আক্তার, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু তাহের, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা।। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির। সঞ্চালনা করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি।

No comments