× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



আবারও নতুন গানে ভাইরাল বাদাম কাকু ভুবন

ভুবন বাদ্যকার আর ভাইরাল হওয়া যেন সমার্থক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে অনেকের কাছেই এখন তিনি ‘বাদাম কাকু’ হিসেবে পরিচিতি পেয়েছেন। কলকাতার গণ্ডি ছাড়িয়ে সুদূর কলম্বো, মেলবোর্নের নেটিজেনদের মন জয় করে ফেলেছেন এই বাদাম কাকু। মন জয় আর রাজ্য জয়ের নেশা মাথায় একবার চাপলে তাকে থামানোর সাধ্য কারও থাকে না। তেমনই হয়েছে ভুবন বাদ্যকরের ক্ষেত্রে। এবার আরেকটি গান গেয়েছেন তিনি। গানের ভিডিওতে পাশে তার স্ত্রীকেও দেখা গেছে। তার ভাইরাল হওয়া নতুন গান ‘আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ/ তোমায় কাঁচা বাদাম কিনে দেবো বলো হবে নাকি বউ’। খবর সংবাদ প্রতিদিনের। গানটি নিয়ে সঙ্গীত পরিচালক সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় জানান, সঙ্গীতশিল্পী কেশবের সঙ্গে তিনি এই গানের পরিকল্পনা করেন। বাদাম কাকুকে নিয়ে এত ভালো প্রোডাকশন এখন পর্যন্ত কেউ করতে পারেননি। সৌম্যজিৎ ও কেশবের এই গানের ভিডিওতে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় রয়েছেন। সেই সঙ্গে চমক হিসেবে রয়েছেন বাদাম কাকুর স্ত্রী আদুরি। যা পরিকল্পনামাফিক ছিল না। ঘটনাচক্রেই তাকে ভিডিওতে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বায়োসিনে প্রোডাকশন হাউস গানটির প্রযোজনা করেছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments