× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে চালকল মালিককে জরিমানা

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে চালকল মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জহিুরুল ইসলাম। তিনি জানান, লতিফ অ্যান্ড সন্স তাদের উৎপাদিত চাল নিজ প্রতিষ্ঠানের নামে প্যাকেটজাত না করে প্রতারণার আশ্রয় নিয়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল, দিনাজপুরের চাল ও নুরজাহান চাল নামে প্যাকেটজাত করে বিক্রি করছে। এ অভিযোগে ওই প্রতিষ্ঠানে সত্ত্বাধিকারী সবুজ হোসেনকে ২০০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ঈশ্বরদী নিরাপদ খাদ্য পরির্দশক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments