× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চিরকুট লিখে ফেরত দেওয়া হলো র‌্যাবের অস্ত্র

চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাব সদস্যের ওপর হামলার ঘটনায় খুইয়ে যাওয়া অস্ত্রটি অবশেষে উদ্ধার হয়েছে। রোববার (২৯ মে) ভোরে বারৈয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নূর হোসেন মামুন। তিনি বলেন, ‘একটি টেলিটক নম্বর থেকে ফোন আসে অস্ত্রটি ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন বাবুলের বাড়ির সামনে রাখা হয়েছে। ফোনে কথা ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। থানা থেকে একটি টিম পাঠিয়ে একটি চিরকুট সহকারে অস্ত্রটি উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল- ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র জমা দেইনি।’ ২৫ মে বারৈয়ারহাট বাজারে ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে র‌্যাবের তিন সদস্য আহত হন , একটি অস্ত্র সেখান থেকে হারিয়ে যায়। হামলার ঘটনায় তিনটি পৃথক মামলায় ১৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments