ঈশ্বরদীতে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি ফজলুল, সম্পাদক মুক্তার।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটে সভাপতি ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে ফল ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় ঈশ্বরদী শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।
বিকালে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৫৮৪ ভোটারের মধ্যে ৩১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুল হক, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদায়ী সভাপতি জোমসেদ আলী পেয়েছেন ২৪৮ ভোট। ৩৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তার হোসেন। তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি পেয়েছেন ২০৬ ভোট।
এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন ও সোহেলি আক্তার। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু শাহিন (প্রাপ্ত ভোট ২৯০), সোহরাব হোসেন (২৮৬), অর্থসম্পাদক ইয়াসির আরাফাত সুজন (২২৩), দপ্তর সম্পাদক খালিদ হাসান (৩১৩), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমান উল্লাহ (২৬৪), সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম (২২২), সাংস্কৃতিক সম্পাদক মিয়া মুহাম্মদ আহমেদুল কবীর রাসেল (২৭৮)।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments