ঈশ্বরদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১
ঈশ্বরদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ মে বৃহস্পতিবার দুপুরে এসআই মোঃ নূরুন নবী ও এএসআই মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য ফোর্সের সহায়তায় ঈশ্বরদীর ফতেমোহম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা (২৮) কে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী একই এলাকার মোঃ আঃ রাজ্জাকের ছেলে। পরে তার দেওয়া তথ্য মতে , তাহার শ্বশুর সোহেল, পিতা-জয়নাল, শৈলপাড়া মাঠপাড়া মহল্লা এর বাড়ি থেকে ১৫ কেজি গাঁজা, ১০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের নগদ ৫২ হাজার টাকা, ২টি মোবাইল সেট, মাদক বহনের কাজে ব্যবহৃত পুরাতন একটি মোটর সাইকেল এবং ২ টি রামদা ও ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মাদকব্যবসায়ী মোঃ জুয়েল রানা (২৮) কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments