পাবনায় ২২০ পিচ ইয়াবাসহ আটক ১
পাবনার চাটমোহর থানার বিলচলন ইউনিয়ন পরিষদের কুমারগারা এলাকায় মাদক বিরোধী অভিযানে দুইশত বিশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করেছে চাটমোহর থানা পুলিশ।
ঘটনা সুত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ০১ টার দিকে চাটমোহর থানার এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে চাটমোহর থানাধীন বিলচলন ইউপির কুমারগাড়া গ্রামে মৃত আজিম উদ্দিন, পিতা-মৃত সোহরাব প্রাং এর বসত বাড়ীর পূর্বদূয়ারী ৩ কক্ষ বিশিষ্ট টিনের তৈরী চৌচালা ঘরের দক্ষিণ পাশের কক্ষে আসামী মোঃ রমজান আলী (৩৩), পিতা-মোঃ আফাজ উদ্দিন, মাতা- আফিয়া খাতুন,সাং-মিয়াপাড়া, থানা-আটঘরিয়া (বর্তমান সাং-শ্বশুর মৃত-আজিম উদ্দিন) সাং-কুমারগাড়া, থানা-চাটমোহর, জেলা-পাবনার নিজ শয়নকক্ষে বিছানার জাজিমের নিচ হইতে উক্ত আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া ০২টি নীল রংয়ের জীপার ছোট পলিথিনে রক্ষিত ২২০ (দুইশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুমান ৫৫,০০০/- টাকা উদ্ধার করেন।
উক্ত ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রুজু হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments