× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



প্রতিবছর নিয়ম করে চুরি হয় যে দোকানে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনার্দ্দনপুরের ‘লাকী ট্রেডার্স’ নামক দোকানে আবারও চুরি হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানান দোকানের স্বত্বাধিকারী অরুন চন্দ্র নাথ। দোকানের চালের টিন কেটে প্রবেশ করে চোরের দল। দোকান থেকে সয়াবিন তেল, দুধ, আটাসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয় বলে জানান তিনি। তিনি দাবি করেন, চোরের পছন্দ গুঁড়াদুধ আর তেলের বোতল। দোকানে চুরির বিষয়ে অরুণ চন্দ্রনাথ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। বুধবার সকাল ৭টায় দোকান খুলে দেখি টিনের চাল কাটা। চুরি হয়েছে ১২ কেজি গুঁড়াদুধ, ৪ লিটার সয়াবিন তেল, ২০টি ২০০ মিলির নারিকেল তেলের বোতল ও ৮০০ টাকার মতো মোবাইল রিচার্জের কার্ড। তিনি আরো বলেন, গত বছরও একই দিনে আমার দোকানে চুরি হয়। তিন বছর আগেও চুরি হয়েছে। এখানে শুধু আমার দোকানেই চুরি হয়। তবে চুরির ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেননি তিনি। চুরির বিষয়ে ২নং ওয়ার্ড ইউপি সদস্য সুজাউল হক জানান, চুরির ঘটনা শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকানটিতে প্রতিবছরই কেন চুরি হয় সেটা কেউ বুঝতে পারছে না। চোর টিন কেটে শুধু দামি জিনিসগুলোই নিয়ে যায়। কাউকে না দেখার কারণে অজ্ঞাত হিসেবে কোনো অভিযোগ করেননি দোকান মালিক। তাই আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। এলাকায় দোকানে চুরি ও বিভিন্ন বাড়িতে গরু চুরির কারণে ব্যক্তিগতভাবে তারা পাহারা দিচ্ছেন বলেও জানান তিনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments