× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে অস্ত্র-চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র-চোরাই মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়া মহল্লার আফছার আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৮) ও পূর্ব টেংরী জিগাতলা মাহাতাব কলোনির আ. রাজ্জাকের ছেলে সোহেল রানা (৪০)। রবিবার (১২ জুন) দিনগত রাতে র‍্যাব-১২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার কিশোর রায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। কিশোর রায় জানান, রবিবার দিবাগত রাত ৩টার দিকে র‍্যাব-১২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের পূর্বটেংরী জিগাতলার জাহিদ হোসেনের তিন তলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, একটি বড় ছুরি, তিনটি, হাসুয়া, একটি বড় তলোয়ার, একটি চাপাতি, একটি মোবাইল, একটি সিম জব্দ করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রবিবার (১২ জুন) রাতে র‍্যাব-১২ আসামিদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে। মামলা নথিভুক্ত করে আজ সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হবে। আটকদের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২ টি মামলা আদালতে বিচারাধীন আছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments