পাবনার এমপিকে নির্বাচনী এলাকায় না যেতে চিঠি
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে নির্বাচনী এলাকায় যেতে নিষেধ করে চিঠি দিয়েছেন ভাঁড়ারা ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার কায়ছার আলম। কায়ছার আলমের চিঠিতে বলা হয়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী আবু সাঈদের পক্ষে খতিব জাহিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশে ভোট চেয়ে বক্তব্য দেন এমপি গোলাম ফারুক প্রিন্স। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
No comments