× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



রূপপুর প্রকল্পে শ্রমিকের মৃত্যুঃ

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রকল্পের ভেতরে তিনি কর্মরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের মৃত খান্নু সরদারের ছেলে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্কেম কোম্পানির শ্রমিক। জানা গেছে, বৃহস্পতিবার রাতে আনোয়ার প্রকল্পের ভেতর কর্মরত ছিলেন। চুল্লিতে কাজ করার সময় অসাবধানতাবসত বুকের ওপর ডিবি বক্স পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারের স্ত্রী ও ১০ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments