দাশুড়িয়াতে ‘কফি এন চিল’ এর বন্যার্ঢ্য উদ্বোধন
দাশুড়িয়ার পিয়াস পয়েন্টে বন্যার্ঢ্য আয়োজনে যাত্রা শুরু করল ‘কফি এন চিল’ নামের একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট। টেবিলে বসে এখানে নানান স্বাদের খাবার খেতে পারবেন দেশী-বিদেশী আগতরা।
শুক্রবার (১৭ জুন) বিকেলে দাশুড়িয়ার পিয়াস পয়েন্টের শখের বাজারে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার। এসময় উপস্থিত ছিলেন মো: মোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম কেনেডি, প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মোস্তফা আহমেদ পিয়াস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আ: কুদ্দুস প্রমূখ।
উদ্বোধনীতে জানানো হয়, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও নিরাপত্তা নিশ্চিত করে অত্যাধুনিক এ রেস্টুরেন্টে থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। রয়েছে কর্পোরেট মিটিং এর জন্য শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম। রেস্টুরেন্টেরের পূর্ব পাশে করা হয়েছে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য গ্রীনজোন। মানসম্মত ও আধুনিক চাইনিজ, থাইসহ রুচিসম্মত সকল খাবার পাওয়া যাবে এই রেষ্টুরেন্টে।
সরেজমিনে দেখা যায়, পিয়াস পয়েন্টের ‘কফি এন চিল’ পাশের প্লটে দৃষ্টিনন্দনভাবে বসার পর্যাপ্ত স্থান রেখে চালু করা হয়েছে । স্ংশ্লিষ্টরা মনে করছেন আধুনিক জগতের এমন ব্যতিক্রম আয়োজন বদলে দেবে দাশুড়িয়ার আবহ। এখানে খাবার গ্রহণের সময় বাড়তি আনন্দ উপভোগ করবেন গ্রাহকরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মওলানা মো: মাহবুব আলম বুলবুল।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments