স্কুলড্রেস কিনে না দেওয়ায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা
চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ডেফলচড়া গ্রামে সোমবার (২০ জুন) সকালে গলায় ফাঁস নিয়ে মায়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মায়া ওই গ্রামের মাসুদ আলীর মেয়ে ও ডেফলচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী জানান, স্কুল ড্রেস কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে এদিন সকাল ৯টার দিকে বাড়ির সকলের অগোচরে নিজ শয়ন ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে মায়া।
ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments