× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আওয়ামী লীগের মিষ্টিমূখ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত সকলকে এবং পথচারীদের মিষ্টিমূখ করানো হয়। জমকালো উদ্বোধনে অংশ নিয়ে ‘স্বপ্নের পদ্মা সেতু’র ইতিহাসের অংশীদার হলো ঈশ্বরদীবাসী। এসময় দলীয় কার্যালয়ের সামনে দৃষ্টিনন্দন আয়োজনে অংশ নিয়ে সকল শ্রেণি পেশার মানুষ দেশের গৌরবগাঁথায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। একক সিদ্ধান্তে নিজ অর্থায়নে নির্মিত পদ্মাসেতু বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করিয়েছে আরো একধাপ। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের মূলমন্ত্র যুগিয়ে নিজেকে নিয়েছেন নেতৃত্বের অনন্য উচ্চতয়। ঈশ্বরদী প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পেশাজীবী সংগঠনসহ নানা পেশাশ্রেনির মানুষের অংশগ্রহনে দলীয় কার্যালয়ের সামনে লোকারণ্য হয়ে উঠে। সমাবেশে সভাপতিত্ব করেন উপেজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইছাহক আলী মালিথা। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, কৃষকলীগের আহব্বায়ক ফজলুর রহমান মালিথা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, সাংগাঠনিক সম্পাদক শফি বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মাসুদ রানাসহ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments