× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে আ. মালেক (৩০) ও সুমি আক্তার (২৫) নামে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ, নিজেদের পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচার কাজ করতেন তারা! সোমবার (২৭ জুন) ধলপুর এলাকায় অভিযান চালিয়ে এ নর-নারীকে আটক করা হয়। এ সময় তারা নিজেদের পেটে ১ হাজার ৮০০ পিস ইয়াবা বহন করছিলেন। এসব নিষিদ্ধ বড়ির আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। র‌্যাব-১০’র সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর শোয়েব এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক হওয়া মালেক ও সুমি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ সংগ্রহ করতেন। সেখান থেকে পরে নিজেদের পেটে করে ইয়াবাবহন করে এনে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি এনায়েত কবীর শোয়েব।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments