শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া ফির আলাদা একাউন্ট থাকবে-ইউএনও ইমরুল কায়েস
শিক্ষার্থীদের জন্য খেলাধুলার আয়োজন করতে হবে। উন্নয়ন ও ক্রীড়া ফি একই একাউন্টে রাখা যাবে না বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। ২৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে মাদকদ্রব্য অপব্যবহার নিরোধ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য অপব্যবহাররোধে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথার এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিভিন্ন স্কুলে ক্রীড়া ফি নেওয়া হয় অথচ ক্রীড়া প্রতিযোগীতা হয় না বা মাঠের উন্নয়ন হয় না। ক্রীড়া ফি থেকে স্ব স্ব স্কুলের মাঠ পরিচর্যা করার কথা বলেন তিনি। সংশ্লিষ্ট মাঠ খেলার উপযোগী থাকলে মাদকাসক্তি অনেকাংশে কমবে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, আতিয়া ফেরদৌস কাকলী, অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments