ঈশ্বরদীতে আজ বঙ্গবন্ধু পরিষদের বর্ণাঢ্য আয়োজন
বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর স্বপ্নের ‘পদ্মা সেতুর’ উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৫ জুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতুর’ শুভ উদ্বোধন করবেন।
জাতির এই আনন্দঘন মুহূর্ত উদযাপন উপলক্ষে বণার্ঢ্য উৎসবের আয়োজন করেছে ঈশ্বরদী উপজেলা বঙ্গবন্ধু পরিষদ।
আজ শুক্রবার এক সভায় এ তথ্য জানান পরিষদের উপজেলা কমিটির আহবায়ক আতিয়ার রহমান। এসময় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আমজাদ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দীন তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।
শনিবার ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড মাহাবুব আহমেদ খান উন্মুক্ত স্মৃতিমঞ্চ চত্ত্বরে এই অায়োজন অনুষ্ঠিত হবে। উৎসবের মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে শ্রদ্ধা নিবেদন, বাঙালীর ঐতিহ্য লাঠিখেলা, খাবার পরিবেশন, সুধী সমাবেশ, আলোচনাসভা, আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments