× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



চিঠি লিখে বৃদ্ধের আত্মহত্যা

নাটোরের গুরুদাসপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেন। নিহত হযরত আলী মশিন্দা ইউনিয়নের সাহাপুর কলিপাড়া এলাকার মৃত কলি প্রামানিকের ছেলে। শুক্রবার (৩রা জুন) দুপুরে তিনি আত্মহত্যা করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হযরত আলী উপজেলার চাঁচকৈর বাজারের সরদার এন্টারপ্রাইজের কর্মচারী ছিলেন। গত শনিবার (২৮শে মে) চাউল কেনার জন্য ঠাকুরগাঁও শিবগঞ্জে যান। (৩০শে মে) চাউল নিয়ে ট্রাকযোগে আসার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আলীকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে চাউলসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ আলীকে উদ্ধার করে পরিবার ও সরদার এন্টারপ্রাইজের মালিক সাইফুল আলীকে জানালে তারা আলীকে নিয়ে আসেন। এরপরে গত শুক্রবার (৩রা জুন) বাজারে গিয়ে চিরকুট লিখে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। তবে চিরকুটে কি লেখা আছে এবিষয়ে এখনও জানা যায়নি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ’নিহতের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।’
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments