× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বিশ্বকাপের আগে টানা ৩৩ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা!

লিওনেল মেসির ৫ গোলের খবর এখন দুনিয়ায় চাউর হয়ে গেছে। সাথে আরও একটা খবর আছে মেসির গোল উৎসবের দিনে আর্জেন্টিনাও গড়েছে রেকর্ড। এ নিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকলো আর্জেন্টিনা। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকায় পরাজয়ের তেতো স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তেরা। এরপর ৩৩ ম্যাচের একটিতেও হারেনি দুইবারের বিশ্ব জয়ী দেশটি। আন্তর্জাতিক সূচির বিরতিটা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির জন্য যেন সোনায় সোহাগা। আগের ম্যাচে ইতালিকে হারিয়ে জয় করেছেন রোমান সাম্রাজ্যের ফাইনালিসিমা। এবার আরেক ইউরোপ দেশ ধরাশায়ী মেসির কাছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments