× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনায় অভিযানে তিন ফেন্সিডিল ব্যবসায়ী ফেন্সিডিল সহ গ্রেফতার।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি অভিযানিক দল ১৩ জুলাই বুধবার পাবনা জেলার সদর থানাধীন চাদাখার বাশতলা মোড় হইতে রাত সাড়ে দশটাতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ৫০ ( পঞ্চাশ) বোতল ফেন্সিডিল মাদক বিক্রয়ের নগদ ৩৩,০০০/-(তেত্রিশ হাজার) টাকা সহ গ্রেফতার করে। ধৃত মাদক ব্যবসায়ীগন হলোঃ ১. মাহবুব আলম আরিফ (৪৬) পিতা-মৃতঃ আলী আকবার, সাং-সাধুপাড়া, ২. কামাল (৪০), পিতা-মৃতঃ আক্কাস আলী, সাং-কলাবাগান, ৩. মোঃ মামুন হোসেন (২৫), পিতা-মোঃ আবাল হোসেন, সাং-কৃষ্টপুর, সর্ব থানা-পাবনা সদর, জেলা-পাবনা । উল্লেখ্য যে, আসামীগনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে। ধৃত আসামীগনের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

No comments