সাঁথিয়ায় পিকআপচাপায় একই পরিবারের ৩ জন নিহত
পাবনার পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাগডেম ইউনিয়নের ছোট পাথাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা আপন চাচা-ভাতিজা
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে একই পরিবারের তিনজন শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। ছোট পাথাইল হাট নামক স্থানে একটি অটোভানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তারা একই পরিবারের। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করেছে। তবে চালক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments