ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭জুলাই) প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকালে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেককাটা ও বৃক্ষ রোপনের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে র্যালীর উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা। ব্যানার, ফেস্টুন ও পতাকা দিয়ে সজ্জিত র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলি, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, আহসান হাবিব জিতু, সদস্য আশরাফুজ্জামান শিফন, শাহিনুজ্জামান শাহিন, নিশাত জামান অমি, সোহেল রানাসহ সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments