ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ যুব মহিলা লীগ ঈশ্বরদী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে আরআরপি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুজ্জামান বিশ্বাস। উদ্বোধন করেন পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট আরেফা খানম শেফালী। প্রধান বক্তা ছিলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। বিশেষ বক্তা ছিলেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী চৌধুরী, রজিয়া শিলা, পাবনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments