× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বাল্যবিয়ের অনুষ্ঠান থেকে পালাল বর

ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের কুরঙ্গী গ্রামে বাল্যবিয়ের অনুষ্ঠান থেকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে প্রবাসী বর। পরে কনের মা আম্বিয়া খাতুনকে আটক করে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা। আর বর সাইফুল ইসলামের বাবা মধু মোল্লাকে আইন অমান্য করায় দেওয়া হয়েছে ১ মাসের জেল। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে কনের বাবা মনির উদ্দিন মনুকে আটক করা হলে স্থানীয়রা তাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার কনের বাবাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, বাল্যবিয়ে রোধ আইন ২০১৭ সালের ৮ ও ৭ ধারা মোতাবেক কনের বাবা মনির উদ্দিন মনুকে ৬ মাস ও বর সাইফুল ইসলামকে ১ বছরের জেলের আদেশ প্রদান করা হয়েছে। এলাকায় তাদের দেখা মাত্র আটক করে পুলিশের হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments