× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



স্বাক্ষর না দেয়ায় চেয়ারম্যানকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সে স্বাক্ষর না দেয়ার কারণে বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়াকে ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষের বিরুদ্ধে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ উঠেছে। গত রোববার বহুরিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করেমির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন চেয়ারম্যান আবু সাইদ মিয়া। জানা যায়, বহুরিয়া ইউনিয়নে দীর্ঘদিন ওই প্রতিষ্ঠানের অনেক ট্রাক গাড়ি দেওহাটা-বহুরিয়া সড়ক ব্যবহার করে সড়কের ক্ষতি করে আসছে। এছাড়া ওই প্রতিষ্ঠানের মিলের বিষাক্ত পানিতে প্রতিবছরই পার্শ্ববর্তী লৌহজং নদীর মাছ মরে যায় এবং বিষাক্ত ধোয়ায় মানবদেহের ক্ষতি ও গাছপালাসহ পরিবেশ দূষণ হয়। ইটিপি মেশিন থাকলেও সেটি অধিকাংশ সময়ই বন্ধ থাকে।গত রোববার ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের স্বাক্ষর নেয়ার জন্য মালিকপক্ষের দু,তিনজন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষেপ্রবেশ করেন। প্রবেশের পরই চেয়ারম্যানকে জোড়পূর্বক স্বাক্ষর দিতে বলেন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় চেয়ারম্যান স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে তার টেবিলের উপর পিস্তল রেখে মৃত্যুর হুমকি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা নানা ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দিয়ে চলে যায়। পরে জীবনের নিরাপত্তা চেয়ে ওইদিনই মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন চেয়ারম্যান আবু সাইদ মিয়া। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম বাংলাদেশের খবরকে বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি পেয়েছি।তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments