ঈশ্বরদীতে নেশাগ্রস্থ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঈশ্বরদীতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রফিকুল ইসলাম ফিরোজ আলী ওরফে ফরজের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকে রফিকুল নেশাগ্রস্থ হয়ে পড়েন। হেরোইনসহ বিভিন্ন নেশায় তিনি আসক্ত ছিলেন। একমাস আগে মাদক মামলায় জামিন পেয়েছেন তিনি। কোনো কাজকর্ম করতেন না। নেশার টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করতেন।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, রফিকুলের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments