জামিলা খাতুন ( ৯৫) আর নেই
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক আতিয়ার রহমানের আম্মা মোছাম্মৎ জামিলা খাতুন ( ৯৫) আর নেই। শনিবার রাত ১১টার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল সাড়ে ১১টাতে গ্রামের বাড়ি ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নের বকতারপুর গ্রামে জানাযায় অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ জালাল উদ্দীন তুহিন ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। জানাযায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments