× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মোঃ আতিয়ার রহমান আর নেই

ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপাল ও বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আতিয়ার রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। আজ বুধবার সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীর বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে বাদ আসর জানাযা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে পাবনা-৪ আসনের সংসদ নুরুজ্জামান বিশ্বাস, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,পৌর মেয়র ইসহাক আলী মালিথা ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন তুহিনসহ ঈশ্বরদী বঙ্গবন্ধু পরিষদ পরিবার। তার মৃত্যুতে ঈশ্বরদীতে শোকের ছায়া নেমে আসে।

No comments