× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সাকিবের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয়বারের মতো টেস্ট ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব নেন সাকিব আল হাসান। এক মাসের ব্যবধানে টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্বেও ফিরলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সিদ্ধান্তটা আগে নেয়া থাকলেও নতুন করে অধিনায়কত্ব দিতে বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা সাম্প্রতিক সময়ে সাকিবের নানা কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। ফলে সাকিবের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নিলো তারা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণের অধিনায়ক থাকবেন সাকিব। শনিবার গুলশানে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবকে টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া অনেকটা নিশ্চিতই ছিল। তবে বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার কারণে নেতৃত্ব পাওয়া বিলম্ব হয়েছে এই অলরাউন্ডারের। কেননা বাংলাদেশের আইন অনুযায়ী, অনলাইন বেটিং বা জুয়া পুরোপুরি নিষিদ্ধ। এ নিয়ে আইসিসি ও বিসিবির কঠোর বিধিনিষেধও আছে। বিষয়টি সমাধানের পরই মূলত সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিসিবি। সাকিবকে অধিনায়ক করার পাশাপাশি ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের স্কোয়াড। দীর্ঘদিন পর চমক হিসেবে ফিরেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান। তার মতো অনেক দিন পর জাতীয় দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে জায়গা হয়নি সৌম্য সরকারের। বাজে পারফরম্যান্সের পরও টিকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া এবাদত হোসেন সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে। এছাড়া ফিরেছেন মুশফিকুর রহিম। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকা এই ব্যাটার ফিরেছেন কুড়ি ওভারের সংস্করণে। আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

No comments