জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী-নুরুজ্জামান বিশ্বাস এমপি
জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক শক্তিশালী বলে মন্তব্য করেছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাবনার আটঘড়িয়া উপজেলা আওয়ামীলীগের শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় তিনি আরও বলেন, সকলকে মুজিবের আদর্শ সৈনিক হতে হবে। শেখ হাসিনা সরকারের পদ্মাসেতুসহ নানা উন্নয়ন দেখে বর্হিবিশ্ব হতবাক উল্লেখ করে আগামীতেও আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাঈম্মীন হোসেন চঞ্চলের পরিচালনায় এসময় আটঘড়িয়ার ৫টি ই্উনিয়নের সভাপতি, সম্পাদক বক্তব্য রাখেন। পরে শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments