যাত্রী সেজে ডাকাত গাড়ির নিয়ন্ত্রণ
যাত্রী সেজে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নিশিকোচে একদল ডাকাত গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের হাত-পা-চোখ বেঁধে মারধর ও সম্পদ লুট করে। এরপর এক নারীকে ধর্ষণ করে পথ পরিবর্তন করে টাঙাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ডিবিতে বাস উল্টিয়ে দিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্তঃজেলা ডাকাত দলের ওই সদস্যরা টানা তিন ঘণ্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের ওপর এমন তাণ্ডব চালায়। বুধবার রাত সাড়ে তিনটার দিকে মধুপুরের রক্তিপাড়া জামে মসজিদের উল্টোপাশে মজিবরের বাড়ির সামনের বালির ডিবিতে বাস উঠিয়ে দিয়ে পালিয়ে যায় ডাকাতদের ওই দল।
এর আগে কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ঈগল পরিবহনের ওই বাস ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে মঙ্গলবার ছেড়ে আসে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments