× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মুলাডুলি থেকে বর্ণাঢ্য র্যালী

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শুক্রবার ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মুলাডুলি ইউনিয়ন থেকে প্রদীপ কর্মকার ও শিবু কর্মকারের নেতৃত্বের একটি বিশাল র্যালি উক্ত বর্ণাঢ্য র্যালিতে যোগ দেয়। এসময় প্রদীপ কর্মকার, শিবু কর্মকার, সন্তোষ সরদার, গৌড় মুন্ডারী, সুদর্শন মুন্ডারী, রঞ্জিত মুন্ডারী, বুুধুরাম বিশ্বাস, মিলন সরদার, শরজিৎ কর্মকারসহ মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সনাতনধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments