× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে ৭ স্কুল ছাত্রীর মাঝে বাই- সাইকেল বিতরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত অর্থে উপহার হিসেবে ঈশ্বরদীতে ৭ স্কুল ছাত্রীর মাঝে বাই- সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর মাধ্যমিক (সেসিপ) বিদ্যালয়ের ৭ ছাত্রীর মাঝে এ বাই-সাইকেল বিতরণ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ছাত্রীদের বাল্যবিবাহ বন্ধে এবং লেখাপড়ার দিকে মনোযোগী করতে উপহার হিসেবে এ বাই সাইকেল বিতরন করা হচ্ছে। এ সাইকেল পাওয়ায় শিক্ষার্থীরা এখন স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে আসতে পারবে। দাদাপুর মাধ্যমিক (সেসিপ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার ও সহকারী শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments