দলীয় প্রার্থীর বাইরে গেলে কঠোর সিদ্ধান্ত-এমপি নুরুজ্জামান বিশ্বাস
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বাইরে প্রকাশ্যে বা গোপনে ভোট করলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। আগামী ১৭ই অক্টোবর পাবনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন শেখ হাসিনার মত বাংলাদেশকে নিয়ে ভাবার আর কোন নেতা নেই। তিনি আমাদের অনেক কিছু দিয়েছেন। তাঁর হাতকে শক্তিশালী করতে হবে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী শহরের আরআরপি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সাধারণ সম্পাদক আবুল কালাম আজদ মিন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল এবং বিশেষ অতিথি ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এছাড়া জেলা পরিষদ নির্বাচনে মতবিনিময় সভায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহিম পাকনকে সমর্থন জানিয়ে ভোটারদের মধ্য থেকে বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর মেয়র ইছাহক আলি মালিথা, সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়ার ইউপি চেয়ারম্যান বকুল সরদার, মুলাডুলির ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, সলিমপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, পাকশীর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সাহাপুর ইউপি চেয়ারম্যান এমলাকুর রহমান বাবু ও ল²ীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আ. স. ম আব্দুর রহিম পাকন বলেন, ‘আমাকে একটিবার সুযোগ দিন, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা করছি, জেলা পরিষদকে তৃণমূল পর্যন্ত পৌঁছানো হবে। জেলা পরিষদ নির্বাচনে সকল ভোটার সদস্যদের মতামতের ভিত্তিতে পরিষদের প্রতিটি কর্মকান্ডের সিদ্ধান্ত নেওয়া হবে।’
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments