× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



প্রধানমন্ত্রীর নির্দেশনা একইঞ্চি জমি খালি পড়ে থাকবে না -নুরুজ্জামান বিশ্বাস এমপি

ঈশ্বরদীতে বিনামূল্যে সার ও বীজ পেল ৩৪০ জন কৃষক। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে এই বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার। উদ্বোধন কালে নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, সরকার আপনাদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে তার সুষ্ঠ ও সঠিক ব্যবহার করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা একইঞ্চি জমি খালি পড়ে থাকবে না সে লক্ষ্যে আপনাদের মাঝে বীজ ও সার সরবরাহ করা হচ্ছে। এর সঠিক ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে হবে। উপজেলা নির্বাহী অফিসার পি. এম. ইমরুল কায়েস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের আওতায় উপজেলার সাতটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments